বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি
শাহরাস্তি থেকে কুমিল্লায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে শুক্রবার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজরা চেঙ্গাহাটা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলার পাথৈর গ্রামের মা ও ৪ মাসের শিশু কন্যা নিহত হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি উপজেলার পাথৈর গ্রামের কলওয়ালা বাড়ীর কুয়েত প্রবাসী ইমরান হোসেনের স্ত্রী তাছলিমা বেগম (৩৫) তার জাল মিতু আক্তারকে কুমিল্লায় বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঐ দিন সকালে বাড়ী থেকে রওনা হন। এ সময় তাদের সাথে ছিলেন তাদের দেবর আকরাম হোসেন (২৮)। তারা শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থেকে সিএনজি স্কুটারে উঠে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে বিজরা-লালমাই এলাকার মাঝামাঝি চেঙ্গাটা নামক স্থানে পৌছালে বেলা সাড়ে ১২টায় হঠাৎ করে বিপরীত থেকে আসা দোয়েল পরিবহণের একটি বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় তাছলিমা বেগম। দুর্ঘটনার পর তাছলিমা বেগমের ৪ মাসের কন্যা শিশু উম্মে হাবিবা গুরুতর আহত হলে তাকে কুমিল্লায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ সময় নিহত তাছলিমার জাল মিতু আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি স্কুটারের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে। স্ত্রী ও সন্তান হারানোর সংবাদ পেয়ে কুয়েত প্রবাসী ইমরান হোসেন ও তার ছোট ভাই রিপন দেশের উদ্দেশ্যে রওনা হন। গত শুক্রবার সকাল সাড়ে ৮ টায় তারা বাড়ীতে এসে পৌঁছলে সকাল ১০টায় তাদের নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।