মোঃ জামাল হোসেন ॥
গত ২০ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে চিতোষী ডিগ্রি কলেজের বিভিন্ন বিষয়ে ৫ জন প্রভাষক ও ৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর নিয়োগ প্রদান করা হয়।
সকাল ১০ টা থেকে নিয়োগ পরীক্ষা আরম্ভ হয়ে বিকেল সাড়ে ৫ টায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়। নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা হলেন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান ফেরেদৌস আক্তার, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মোঃ সাহাদাত হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা মোঃ ওমর ফারুক, প্রভাষক ব্যবস্থাপনা মোঃ ওমর ফারুক, প্রভাষক ইংরেজী ইসমাঈল হোসেন, প্রদর্শন পদার্থ বিদ্যা মোঃ এনামুল হক, অফিস সহকারী মোঃ মোস্তফা হায়দার, ৪র্থ শ্রেণির কর্মচারী নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন পাটওয়ারী, মোঃ মোরশেদ আলম, মোঃ আল আমিন। নিয়োগ বোর্ডে উপস্থিত ও সহযোগিতা করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ইমাম হোসেন, ভিক্টোরিয়া কলেজের ইসলামের ইতিহাসের বিভাগীয় প্রধান মিতা শফিনাজ, পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিজয় কৃষ্ণ রায়, ডিজির প্রতিনিধি চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান অশিত বরন দাস, চাঁদপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রধান, পদার্থ বিদ্যা বিভাগের প্রধান ওমেশ চন্দ্র লোধ, বিভাগীয় প্রধান ইংরেজী আলী আজগর ফকির, ব্যবস্থাপনা বিভাগের প্রদান চিত্তরঞ্জন দেবনাথ।