আমার কন্ঠ ডেস্ক-
চাঁদপুর মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মাদক বিক্রেতা দম্পত্তি নারগিছ বেগম ও তার স্বামী বাবলু পাটওয়ারীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই দিন রাত সাড়ে ১০টায় মডেল থানার এসআই মানিকের নেতৃত্বে এ এস আই আসহানুজ্জামান লাবু ও নন্দন সরকারসহ সঙ্গীয় ফোর্স চান্দ্রা বাজারে অভিযান চালিয়ে মাদক সম্রাট দম্পতিকে ইয়াবাসহ আটক করে। পরে আটককৃতদের গত বুধবার মাদকদ্রব্য মামলায় আসামী দেখিয়ে পুলিশ আদালতে প্রেরণ করে।
এলাকা সূত্রে জানা যায়, চান্দ্রা বাজারের বহুল আলোচিত নারগিছ বেগম তার বাড়ীতে ইয়াবা বিক্রি ও সেবন এবং পতিতা ব্যবসা চালিয়ে আসছিল। সে মাদক ব্যবসা পরিচালনার জন্য এ পর্যন্ত ৫জন স্বামী রদবদল করেছে। অবশেষে চান্দ্রার নান্নু পাটওয়ারীর ছেলে বাবলু পাটওয়ারীকে গত ৫ মাস পূর্বে বিয়ে করে ইয়াবা ব্যবসা চালিয়ে যায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে নারগিসের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।