চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে কাভার্ড ভ্যান ভর্তি জাটকাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার গভীর রাতে শহরের ওর্য়ালেছ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ওর্য়ালেছ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৮শ কেজি জাটকাসহ কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এবং জাটকা পাচারের সাথে সম্পৃক্ত তিন জনকে আটক করা হয়।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত জাটকাগুলো পরে গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া আটককতৃদের ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হবে।