হাসানুজ্জামান ঃ এসএসসি পরীক্ষার তৃতীয় দিন শান্তিপূর্ণভাবে শাহরাস্তিতে অতিবাহিত হয়েছে। গত শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন কোনোরূপ অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ও তাদের সহায়তা কমিটির সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। কেন্দ্র কোড- ৩৫৬, কেন্দ্র নং শাহরাস্তি-১ শাহরাস্তি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১২শ ৯জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বিদ্যালয় গুলো হচ্ছে- ঊনকিলা উচ্চ বিদ্যালয়, টামটা উচ্চ বিদ্যালয়, ইছাপুরা উচ্চ বিদ্যালয়, ফটিকখিরা এসএ বালিকা উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি মডেল স্কুল, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মেহার উচ্চ বিদ্যালয়, উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়, বিজয়পুর উচ্চ বিদ্যালয়, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়, দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল স্কুল, খিলা বাজার স্কুল এন্ড কলেজ ও শাহরাস্তি বহুমূখী উচ্চ বিদ্যালয়। গত শুক্রবার ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১নং কেন্দ্র শাহরাস্তি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন মনিটরিংয়ে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সাংবাদিকবৃন্দ, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুন্দর নিরাপত্তা বলয়ে, সুন্দর পরিবেশে ও শিক্ষকদের কঠোর নজরদারিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় এমন ইঙ্গিতই ছিলো প্রত্যেকের মুখে মুখে। কেন্দ্র সচিব ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ ইমাম হোসেন কেন্দ্র পরিচালনায় যথেষ্ঠ দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে পরীক্ষার কেন্দ্র ঘিরে আইন শৃংখলা কমিটির অন্যতম সদস্য সৈয়দ জিলান মিয়া, কাজী আঃ কুদ্দুস, মোঃ ফারুক আহম্মেদ চৌধুরী, নুরুল করিম শাহিনুর, সৈয়দ নেছার আহম্মেদ মনোয়ার, হাসানুজ্জামান, শাহ মোঃ এনামুল হক কমল, এমরান হোসেন ও মোশারফ হোসেন নিরাপত্তা বলয়ে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক ও পরীক্ষার্থীরা আইন শৃংখলা, নিরাপত্তা ও নজরদারিতে সন্তোষ প্রকাশ করেছেন।