মোহাম্মদ কামাল হোসেন, ০৯.০৬.২০২০
হাজীগঞ্জ থেকে মুত্যুর মিছিল থামছেনা। প্রতিদিনই মৃত্যুর খবর পত্রিবা বা অনলাইনের শিরোনামে পরিনত হচ্ছে। এ দুঃসংবাদের কারণে সকল শ্রেনীর মানুষের মধ্যে আতংক। এ আতংকের কারণেই অনেক মানুষ হঠাৎ মরে যাচ্ছে। সব মিলিয়ে হাজীগঞ্জের ভবিষৎ করোনায় কি করে তা বুঝা মুসকিল।
হাজীগঞ্জে মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীসহ আরো ৫ জনের মৃত্যু হয়েছে। তারা জ্বর-সর্দিতে ভুগছিলেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা নিশ্চিত করেছেন।
হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে গত ১৫ জনের মৃত্যু হয়েছে। হলেন রামপুরের আমিনুল ইসলাম ভূইয়া, মাছ ব্যবসায়ি মোস্তফা, আনোয়ার হোসেন, মসজিদের ইমাম,এন্নাতলির দুলাল, মকিমাবাদ সর্দার বাড়ীর আবদুল আউয়াল,বলিয়ার মহিলা মিথিলা, আবদুল কাদের, আবুল কাশেম, ব্যবসায়ি জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, বাউড়ার জব্বর, টোরাগড়ের নুরুল ইসলাম মজুমদার, স্বর্ণ ব্যবসায়ি সনিজিব,কাজীরগাওঁ খোকন, সেন্দ্রার কৃজ্হ দাস ফার্নিচার ব্যবসায়ির স্ত্রী, আবদুর রউফ, বেলচোঁর এক নারী, বাকিলার মেন্দু, বলাখালের কার্তিক দাস, সুহিলপুরের মুকবল হোসেন, পাতানিশের হাজী আকবর আলী,ডাকরা শিবপুরের এনায়েত উল্লাহ,কাঠালির সোলেমান মিয়া,রামপুরের একজন, বাড্ডার শহীদ উল্লঅহ পাটওয়ারী। মৃত্যু পর তাদের অনেকের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
মঙ্গলবার করোনা উপসর্গে মৃতরা হলেন-উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের আনোয়ার হোসেন মল্লিক (৬৫), তার স্ত্রী শাহানারা বেগম (৫০),৩নং কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের সুনিল চন্দ্র দেবনাথ (৫৫), পৌর এলাকার টোড়াগড় গ্রামের আবুল কাশেম (৫৫) ও খাটরা বিলওয়াই’র সিদ্দিক কাজীর ছেলে সাগর কাজী। এদের মধ্যে সাগর কাজী ঢাকায় মারা যায়। সাগর কাজী মঙ্গলবার সকালে ঢাকার বাসায় মৃত্যু হয়। তিনি ঢাকার ওয়াইজঘাট এলাকায় ফলের ব্যবসা করতেন।
৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, সকাল ৭টায় রামপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন মল্লিক (৬৫) মারা যান। স্বামীর মৃত্যুর ১০ঘণ্টা পর স্ত্রী শাহানারা বেগম (৫০) বিকেল ৫টায় মারা যান। স্বাস্থ্যবিধি মেনে মৃতদের নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ চিশতী বলেন, হাজীগঞ্জ উপজেলায় অন্যান্য জেলা- উপজেলার তুলনায় বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃত অনেকের রিপোর্ট করোনা আক্রান্ত আসে।
আজ,
রবিবার , ২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দসকাল ১০:৪৬
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।