কাউছার আহাম্মদ রিপন ॥
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি’র আপোষহীন নেত্রী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের এর ডাকে বর্তমান অগণতান্ত্রিক অবৈধ সরকার পতন আন্দোলনে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি, হাজীগঞ্জ-শাহ্রাস্তি বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে তৃনমূলকে শক্তিশালী করার জন্য অঙ্গ সংগঠনের একাংশ হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহবায়ক কাউছার আহাম্মদ রিপন ও সদস্য সচিব শাহীন মজুমদার হাজীগঞ্জ বিএনপি’র কার্যালয়ে শর্ত সাপেক্ষে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন। যথাক্রমে সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
উল্লেখ্য ১৯ নভেম্বর তারিখ হইতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন, যুবদলের সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক ইউছুফ মজুমদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শাহ্আলম, ছাত্রনেতা ইউছুফ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।