হাইমচর প্রতিনিধি:চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া, পাল্টা-ধাওয়া হয়। শনিবার বেলা সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ ঘটনা ঘটে। তবে এসময় মাঠে দেখা যায়নি পুলিশকে। হামলায় আহতরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও উত্তর আলগী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ এবং বিএনপি কর্মী নজির দেওয়ান। গুরুতর আহত হারুনকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। নজির দেওয়ান হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তির নেতৃত্বে একদল কর্মী আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন পাটওয়ারীর পক্ষে ভোট চাইতে যান হাইমচর আলগী উত্তর ২নং ইউনিয়নের ছোটলক্ষ্মীপুর গ্রামে। এসময় বিএনপি সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমানের সমর্থক হারুনুর রশিদের সঙ্গে তর্কে জড়িয়ে পডনে ছাত্রলীগ কর্মীরা। একপর্যায়ে তারা হারুনের ওপর হামলা চালায়। রড ও লাঠি দিয়ে এলোপাতারি পিটিয়ে এসময় জখম কর হয় হারুনকে। এসময় অপর কর্মী নজির দেওয়ানকে মারধর করে তারা। পরে হারুনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ঘটনা জানাজানি হওয়ার পর আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূর হোসেনের ভাতিজা সফিককে ধাওয়া করে বিএনপি কর্মীরা। এভাবে দু’বার আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে হাইমচরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনও মুহূর্তে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঘটনা সম্পর্কে জানতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তিকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। এদিকে, হাইমচর থানা ওসি মনিরুজ্জামান বলেন, ‘এমন কোনও ঘটনা আমাদের জানা নেই। আগামী ২৩ ডিসেম্বর হাইমচর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান মিয়া (মোটর সাইকেল), আওয়ামীলীগ সমর্থিত নূর হোসেন পাটওয়ারী (দোয়াত কলম), আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রার্থী কায়কোবাদ চুন্নু (কাপ পিরিচ) ও বিএনপি প্রার্থী মোখলেছুর রহমান (ঘোড়া)। বিএনপি’র আরেক প্রার্থী হারুনুর রশিদ (আনারস) শুক্রবার তার প্রার্থীতা প্রত্যাহার করেন।