চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ চাঁদপুরে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ৯৫তম জন্ম দিবস ও জাতিয় শিশু দিবস উদযাপনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় শিশু দিবসে শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুধু শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে। আমাদের চাঁদপুরের ছেলে মেয়েরা সংস্কৃতিতে অনেক এগিয়ে রয়েছে। শিশু দিবসে বড় কোন শিল্পী অংশ নিতে পারবে না। আমরা সব সময় বড় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে থাকি। এবার শিশু দিবসে শিশুরাই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এ জন্য তাদেরকে জেলা শিল্পকলার আয়োজনে ২ দিন প্রশিক্ষণ দেওয়া হবে।
সভায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ৯৫তম জন্ম দিবস ও জাতির শিশু দিবস উপলক্ষে বিভিন্ন সিদ্বান্ত গৃহীত হয়। আগামী ১৫ ও ১৬ মার্চ জেলা শিল্পকলা একাডেমীতে ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জাতীয় সংগীত গাওয়া প্রশিক্ষণ দেওয়া হবে। ১৬ মার্চ জেলা তথ্য অফিসার আয়োজনে শহরের হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জীবন ও মুক্তিযোদ্ধা ভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন করা হবে। ১৭ মার্চ সকাল ৯ টায় শহীদ মুক্তিযোদ্ধা সড়কের মুক্তিযোদ্ধের স্মরক ভার্স্কয অঙ্গীকারের সম্মুখে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হবে। সকাল সাড়ে ৯টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিশু কিশোরদের সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হবে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হবে। র্যালীতে চাঁদপুরের ২টি স্কাউটের বাদক দল ও শহরের সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতির জনকের জীবনী নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকাল ৩ টায় শিশুদের আবৃত্তি, দেশাত্মবোধক গান ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। চাঁদপুর থেকে প্রকাশিত সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবন আদর্শের উপর বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করার জন্য অনুরোধ করা হয়। বাদ জোহর ও সুবিধা জনক সময় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে বিশেষ প্রার্থনা ও মোনাজাত করা হবে। এছাড়াও জেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবন আদর্শের উপর আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
সভায় বিগত বছরের কার্যবিবরণী পাঠন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্যাহ নূরীর। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন রথীন্দ্র নাথ মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মহিলা কলেজের উপাদক্ষ মাসুদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফি উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল কর্মকর্তা আবু সালে মোহাম্মদ আব্দুল্লা, পুরাণ বাজার বিশ^বিদ্যালয় কলেজের অধ্যাপক রতন কুমার মজুমদার, উপ-পরিচালক বিআইডব্লিউটিএ মো. মোবারক হোসেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম সাহা, হাসান আলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মোস্তাক হায়দার চৌধুরী, প্রকৌশলী দেলোয়ার হোসেন, জেলা স্কাউটস সম্পাদক অজয় ভৌমিকসহ সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।