ফরিদগঞ্জ ব্যুরো:
ফরিদগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সাইফুল ইসলাম(১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার ফরিদগঞ্জ থানা সংলগ্ন নির্মানাধীন একটি ৫তলা ভবনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, পৌর শহরের থানা সংলগ্ন জনৈক দুলাল মিজির নির্মানাধীন একটি ৫তলা ভবনটিতে উপজেলার চিরকা গ্রামের সফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম বিদ্যুতের কাজ করছিল। দুপুরে কাজ করার সময় অসবাধনতাবশত: বিদ্যুতায়িত হলে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চাঁদপুর প্রেরন করেন। সেখানে তার মৃত্যু হয়।