চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে আটক পাঁচ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে সাজা দেয়া হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগেল নরেন সিনহা। এছারা কোস্টগার্ড অভিযান চালিয়ে ২টি নৌকা আটক করে
সাজা প্রাপ্তরা হলেন, মোঃ রফিক (৩০), মোঃ চান্দু মিয়া (৩০), মোঃ বাবু (১৬), মোঃ লিটন (৩২) ও মোঃ সুমন (১৭)। এদের মধ্যে ৩জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ২জনকে ৫শ টাকা করে অর্থদন্ড দেয়া হয়।
কোস্টগার্ড সদস্য আবদুস ছাত্তার জানান, মেঘনা নদীতে বুধবার সকালে অভিযান চালিয়ে ২টি নৌকা ও এক লক্ষ মিটার কারেন্ট জালসহ ৫ জনকে আটক করে কোস্টগার্ড। এছাড়া এখলাছপুর থেকেও ত্রিশ হাজার মিটার কারেন্ট জাল ও একশত কেজি জাটকা এবং হাইমচর থেকে সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল জেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয় এবং আটককৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়। আর আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যন্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদপুরে ৫ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন