চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত স্কুটারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কাঠালিয়া গ্রামের নিমাই সরকারের ছেলে কৃষ্ণ সরকার (৩০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুরহাট-মতলব- পেন্নাই সড়কের নারায়নপুর এলাকায় সিএনজি চালিত স্কুটারটির (চাঁদপুর থ-১১-২৩৩৬) সাথে একটি পিকআ্প ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই কৃষ্ণ মারা যান। এছাড়া আতহরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছেন। পিকআপ চালক পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে।
মতলব দক্ষিণ থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে।