চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বিএনপি জামায়াতের ১০ কর্মী আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককতৃদের মধ্যে বিএনপি নয় ও জামায়াতের একজন। এদের মধ্যে চাঁদপুর সদরে ৩, কচুয়ায় ২, ফরিদগঞ্জ ২, শাহরাস্তিতে ২ ও হাজীগঞ্জে ১জন। পুলিশ জানায়, অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে জেলার কচুয়া, সদর, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও হাজীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। চলমান অবরোধে আটককতৃরা বিভিন্ন সময়ে নাশকতার সাথে সম্পৃক্ত ছিল এমন অভিযোগ ও মামলা রয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।