মানিক দাস ॥ দেশের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে চাঁদপুর মডেল থানা পুলিশ বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় হরতাল অবরোধের নামে নাশকতার ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। ঐসব নাশকতাকারীদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার রাতে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক হামিদুল হক, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, মডেল থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম, সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু পুরো শহরে তল্লাশীর অভিযান পরিচালনা করেন। এসময় শিবির কর্মী রঘুনাথপুরের জাকির খানের ছেলে মোবারক খান (২১), বহরিয়া এলাকার বিল্লাল খানের ছেলে সোহাগ খান (২৪), ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক হাওলাদার (২৮) ও ছাত্রদল কর্মী জসিম বেপারী (২৪)-কে আটক করেছে।
এদের মধ্যে মোবারক খান ও সোহাগকে পুলিশের দায়ের করা বেশ কয়েকটি মামলায় আদালতে প্রেরণ করা হয়।