সজীব খান
চাঁদপুরে মিনি কক্সবাজারে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। প্রতিনিয়ত ইলিশের বাড়ি চাঁদপুরের মিনি কক্সবাজারে আসার জন্য মানুষের উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। চাঁদপুরের মিনি কক্সবাজার প্রথম দেখায় মনে হতে পারে এটাই সেই কক্সবাজার। মনলোভী এ পরিবেশে দেশের সবাই আসতে পারে।
চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল চাঁদপুরকে পর্যটন নগরী করার জন্য ব্যাপক পদক্ষেপ তিনি নিয়েছিলেন। বর্তমান জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানও সেই পথেই হাটছেন।
চাঁদপুরের মিনি কক্সবাজারটির অবস্থান পদ্মা-মেঘনার বালুচরে। দেশের যে কোন স্থান থেকে এসে লঞ্চযোগে চাঁদপুর লঞ্চঘাট নেমে রিকশায় বা অটোতে মোলহেড যাবেন। সেখান থেকে ট্রলারে ২০ মিনিটে মেঘনা পাড়ি দিয়ে পশ্চিমে গেলেই এ চরের অবস্থান। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যায়। বিভিন্ন ছুটিতে ভ্রমণপিপাসুদের গন্তব্য চাঁদপুরের মিনি কক্সবাজারে হতে পারে।
গতকাল কয়েকজন দর্শনার্থীর সাথে আলাপ করলে তারা জানান, সত্যি চাঁদপুরের মিনি কক্সবাজার একটি পর্যটন স্থান। এখানে ঘুরার জন্য, বিনোদনের জন্য যে কেউ আসতে পারে। মনের বিনোদনের তৃপ্তি মিটানোর জন্য এ মিনি কক্সবাজার একটি উপযুক্ত স্থান।