জয়নাল আবেদীনের হত্যাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচার করা হবে
………………………….উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির
জিসান আহমেদ নান্নু ঃ
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ শাহজাহান শিশির বলেছেন, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হত্যার সাথে যারা জড়িত, তারা যে দলের বা যত বড় শক্তিশালী হোক তাদের বের করে আইনের আওতায় এনে বিচার করা হবে। জয়নাল আবেদীন একজন আওয়ামীলীগের নিবেদীত কর্মী ছিলেন। তার মৃত্যু রহস্য নিয়ে কোন ধরণের ছিনিমিনি করা যাবে না। আজ জয়নাল আবেদীনের শোক সভায় এসে বুঝতে পারলাম তিনি আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা ছিলেন। তাই শোককে শক্তিতে পরিণত করে বিচার কার্যক্রমে এগিয়ে আসতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভূলে জয়নাল আবেদীন হত্যায় সকলকে সহযোগীতা করতে হবে। জামাত বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, হরতাল অবরোধ পরিহার করে দেশে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। তিনি শুক্রবার বিকেলে কচুয়ার পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন (হাজারীর) শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
শুক্রবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নূরে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আক্কাস মোল্লার পরিচালনায় শোক সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক আঃ বাতেন সরকার, আওয়ামীলীগ নেতা অ্যাড. আঃ খালেক, ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান প্রমূখ। এসময় যুবলীগ নেতা চাঁন মিয়া, মামুন, শাহীন, মহিলা নেত্রী কাজল রেখাসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ঃ কচুয়ার পাথৈর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীনকে শুক্রবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে বাড়ীর দক্ষিণ পার্শ্বে শ্বাসরোধ করে হত্যা করে দুবৃত্তরা। পরে পুলিশ নিহতের ব্যবহৃত মোবাইল জব্দ করে থানায় নিয়ে আসে।
কচুয়া ঃ নিহত আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীনের শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। ছবি জিসান আহমেদ নান্নু।
কচুয়া ঃ নিহত আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীনের পরিবারের খোজ খবর ও সমবেদনা জানাচ্ছেন কচুয়া থানার নবাগত ওসি মোঃ ইব্রাহীম খলিল। ছবি জিসান আহমেদ নান্নু।