জিসান আহমেদ নান্নু, কচুয়া:
কচুয়া উপজেলার নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ্য মো: মিজানুর রহমানের খোজ খবর নিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। গত সোমবার দুপুরে হাতিরবন্দ গ্রামে অসুস্থ্য মিজানুর রহমানের পাশে গিয়ে তার শারিরিক খোজ খবর নেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আবু মুসা, শিক্ষক নেতা সাচার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম ও বিতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। প্রসঙ্গত: কচুয়া উপজেলার নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাতিরবন্দ গ্রামের অধিবাসী মো: মিজানুর রহমান জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে নিজ বাড়ীতে বিশ্রামে রয়েছেন।