জিসান আহমেদ নান্নু, কচুয়া:
কচুয়া উপজেলার চাঙ্গিনী আ.ন.ম এহছানুল হক মিলন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। সহকারি শিক্ষক মাহমুদা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য কামাল হোসেন, চাঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।