চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে
আমাদের জাতীয় জীবনে খেলাধুলা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত : বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন
শেখ আল মামুন
২৮ মার্চ মঙ্গলবার দুপুর আড়াইটায় চাঁদপুর স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬-১৭ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা দল ১-০ গোলে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা দলের সাথে জয় পায়। টুর্নামেন্ট উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন। তিনি বক্তব্যে বলেন, আমাদের জাতীয় জীবনে খেলাধুলা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। খেলাধুলা পড়ালেখার েেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আমরা যে অবয় দেখছি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং অপসংস্কৃতি ছেয়ে গেছে। এসব থেকে পরিত্রাণ পেতে আমাদের যুব সমাজকে বেশি বেশি করে খেলাধুলার প্রতি মনোনিবেশ করাতে হবে। এ ফুটবল খেলা একসময় আমাদের দেশে খুব জনপ্রিয় ছিলো। এ জনপ্রিয়তা ফিরিয়ে আনতে ফুটবল খেলার প্রতি জোর দিতে হবে। বর্তমান সরকার খেলাধুলার প্রতি বেশ জোর দিচ্ছে। বিশেষ করে ফুটবলকে পুনরায় জনপ্রিয় করে তুলতে দেশের প্রতিটি প্রাইমারি স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। প্রতি বছর এ আয়োজনের জন্যে শিার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ছে। তারা অপোয় থাকে কখন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তৈরির েেত্র এ ধরনের টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিভাগীয় কমিশনার গোল্ডকাপ টুর্নামেন্টে যে সকল জেলা অংশগ্রহণ করছে তাদেরকে ধন্যবাদ জানান। একই সাথে সকল খেলোয়াড়, কর্মকর্তা, ফুটবলপ্রেমী দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। পাশাপাশি এ টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। ৩টা ৫০ মিনিটে খেলা শুরু হয়। প্রথমার্ধের ৪৩ মিনিটে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা দলের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেন্টু গোল করেন। দ্বিতীয়ার্ধে শেষ চেষ্টা করেও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা গোলের দেখা পায়নি। উভয় দলই শুরু থেকে শেষ পর্যন্ত মরিয়া হয়ে খেলেন। খেলায় ১-০ গোলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা দল জয়ী হয়। এইদিন গ্যালারিতে প্রচুর দর্শক সমাগম হয়। খেলার শুরুতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আজ বিকেল ৩টায় মুখোমুখি হবে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা বনাম লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা।