……………….মেয়র মো. নাছির উদ্দিন আহম্মদ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাথে চাঁদপুর পৌর মেয়র মো. নাছির উদ্দিন আহম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক আলহাজ¦ অ্যাড. কাজী হাবিবুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর সভার মেয়র মো. নাছির উদ্দিন আহম্মেদ। তিনি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করছি। আমার দ্বারা পৌরবাসীর কারো কোন ক্ষতি হয়নি। আপনারা আমাকে আবারো ভোট দিলে আপনাদের ভোটের অমর্যাদা হবে না। আপনাদের মাথানত করতে হবে না। আমি আপনাদের ভোটের যথাযথ মর্যাদা দেব। আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করলে আপনাদের মান সম্মন অবশ্যই রাখবো।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ও জিপি অ্যাড. রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান আলহাজ¦ অ্যাড. ইকবাল বিন বাশার, আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাড. মোবারক হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূইয়া, অ্যাড. হাবিবুল ইসলাম তালুদার, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. আ. লতিফ শেখ, অ্যাড. আমান উল্যাহ, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাড. শাহ আলম, অ্যাড. হাবিবুর রহমান লিটু প্রমুখ। উপস্থিত ছিলেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের, আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবীবৃন্দ।