স্টাফ রিপোর্টার ॥
গভীর রাতে ছিনতাইকারী চক্র সিএনজি স্কুটার ও বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজীর ঘটনা ঘটিয়ে যাচ্ছে। নেশাখোর যুবকরা একত্রিত হয়ে এসকল ছিনতাইয়ের ঘটনায় অসহায় মানুষদের সর্বস্ব লুটে নিচ্ছে। চাঁদপুরের মডেল থানায় ছিনতাইয়ের ঘটনায় বেশ কিছু অভিযোগ দায়ের করার পরে পুলিশ তাদেরকে আটক করতে মরিয়া হয়ে উঠে। অবশেষে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মডেল থানার এএসআই আজাদ নয়া কৌশল অবলম্বন করে যাত্রী সেজে সিএনজি স্কুটার নিয়ে আদালত প্রাঙ্গন দিয়ে যাওয়ার পথে বিষ্ণুদী ব্যাংক কলোনীর অধ্যক্ষ মোঃ আলীর বাড়ির পাশে গাজী বাড়ির বাদল গাজীর ছেলে সবুজ গাজী (২২) ও কচুয়া নাউলা গ্রামের নজরুল আমিনের ছেলে আবু নাছির উদ্দিন রাসেল (২২)কে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, হরতাল ও অবরোধকে পূজি করে এ সকল নেশাখোড় ছিনতাইকারী চক্ররা চাঁদপুর কুমিল্লা মহা সড়কে দাঁড়িয়ে থেকে এ যাবৎকালে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে লঞ্চযোগে বেশ কয়েকজন যাত্রী চাঁদপুরে আসার সিএনজি স্কুটারে হাজীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় ছিনতাইকারী চক্ররা তাদের পথ গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। এ ঘটনা চাঁদপুর মডেল থানায় জানানোর পর দায়িত্ব পুলিশ কর্মকর্তা এএসআই আজাদ যাত্রী সেজে সিএনজি স্কুটার নিয়ে রওয়ানা হয়। সিএনজিটি আদালতের দ্বিতীয় গেইটের সামনে আসার সাথে সাথে ছিনতাইকারীরা রাস্তার মধ্য খানে এসে পথ গতিরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ সিএনজি থেকে নেমেই তাদের দু’জনকে আটক করে। এদের মধ্যে কচুয়ার আবু নাছির উদ্দিন রাসেল চেয়ারম্যান ঘাটে মামার বাড়িতে থেকে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করতো বলে জানাযায়।