কচুয়া প্রতিনিধি-
কচুয়ায় শারীরিক প্রতিবন্ধি সম্পদ চন্দ্র দেবনাথ (২৫) নামের এক যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। কচুয়া বিশ্বরোডস্থ কেয়ার নার্সিং’র পরিচালক পঙ্কজ দাস ও তার স্ত্রী বাসন্তী রানীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত পঙ্কজ দাস ও তার স্ত্রী বাসন্তী রানী, প্রতিবন্ধি সম্পদ দেবনাথ কে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, জনগন তাকে মারধর করে পুলিশে ধরিয়ে দিয়েছে বলে শুনেছি। তার কোন শত্র“ নেই বলেও তারা জানায়।
জানা গেছে, কচুয়া পৌরসভাধীন পলাশপুর গ্রামের জগদীশ চন্দ্র দেবনাথের শারীরিক প্রতিবন্ধি ছেলে সম্পদ চন্দ্র দেবনাথ গত মঙ্গলবার দুপুরে উপজেলার ফতেপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলো। পথিমধ্যে বিশ্বরোডস্থ সৌদিয়া হোটেলের সামনে আসলে পূর্ব শত্র“তার জেরধরে পঙ্কজ দাস ও তার স্ত্রী বাসন্তী রানী তাকে বেধম মারধর করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে ভর্তি করে।