চাঁদপুর প্রতিনিধি ১৪.০৬.২০২০
চাঁদপুর জেলায় নতুন করে করোনা শনাক্তের খবর না আসলেও জেলায় করোনায় আক্রান্তে মৃতের সংখ্যা দু’জন বেড়েছে। তারা হলেন হাজীগঞ্জ উপজেলা মকিমাবাদ এলাকার আঃ মান্নান (৮৫) ও চাঁদপুর শহরের ওয়াপদা গেইট এলাকার আবুল হোসেন (৬২)। তাদের রিপোর্ট আগে আসলেও মৃতের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনার উপসর্গে আরো ৫জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩ জন ও হাজীগঞ্জের ৪জন রয়েছেন। শনিবার দিবাগত রাত থেকে ১৪ জুন রোববার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
চাঁদপুর সদর উপজেলায় মৃতরা হলেন- শহরের চিত্রলেখা মোড় এলাকার মজিবুর রহমান (৬৫), বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের বিল্লাল শেখ (৪২) ও কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের আঃ রশিদ আখন্দ (৭০)।
রোববার সকালে হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বলাখালে ছেলে নুরুল আমিনের মৃত্যু তিন দিন পর বাবা সিদ্দিকুর রহমান (৭০)মারা গেছেন,হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ডে ধেররা চৌধুরী বাড়ির মাওলানা শাহ আলম চৌধুরী (৭৫) শনিবার রাত ৩টায় জ্বর ও সর্দিতে মারা যান, ৬নং বড়কুল ইউনিয়নের দোয়াগন্ডা গ্রামের মিজানুর রহমান, রাত সাড়ে ১০ টায় ডা.খোরশেদ আলম,হাজীগঞ্জ উপজেলায় করোনা বা করোনা উপসর্গে দাফন কারী দলের সদস্য শরীফুল হাছান বলেন, রোববার রাত সাড়ে ১০ পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর এসেছে। প্রথমে ধেররা মাওলানা শাহ আলমের জানাজা তারপর বলাখাল সিদ্দিকুর রহমানের জানাজায় যাবো। এর মধ্যে বিল্লাল শেখ ঢাকায় থাকতেন। গত ক’দিন আগে ঢাকা থেকে জ্বর নিয়ে নিজ গ্রাম চাপিলায় আসেন। তিনি তার উপসর্গ সম্পর্কে কাউকে কিছু বলেননি। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
এছাড়া শহরের চিত্রলেখা এলাকার মজিবুর রহমান ভোর ৫টার দিকে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হবে বলে স্বা¯’্য বিভাগ সূত্রে জানা গেছে। তাকে বিশেষ ব্যব¯’ায় দাফনও করা হবে।
এছাড়া কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের আঃ রশিদ আখন্দ গত ৫/৬ দিন জ্বরে ভুগছিলেন। গতরাত দেড়টার দিকে তিনি মারা যান। সকালে বিশেষ ব্যব¯’ায় তার দাফন করা হয়। তবে নমুনা সংগ্রহ করা যায়নি।