মাদক ইভটিজিং ও বাল্যবিয়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা
গোলাম সারওয়ার সেলিম
মতলব দণি উপজেলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলার ৫৪টি শিা প্রতিষ্ঠানের শিার্থীরা শপথ গ্রহণ করেছেন। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে গত ২৮ মার্চ সকাল ১১টায় উপজেলায় ৫৪টি শিা প্রতিষ্ঠানের প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী একযোগে এ শপথগ্রহণ করে। এছাড়া মতলব থেকে মাদক ইভটিজিং ও বাল্যবিয়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়। যেকোন মূল্যে এসকল অপরাধ কর্মকা-ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। স্থানীয় নিউ হোস্টেল মাঠে উপজেলা সদরের ৬টি শিা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার ছাত্র-ছাত্রীকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথবাক্য পাঠ করান মতলব দণি উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। এর পূর্বে বক্তব্য রাখেন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দণি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন, উপজেলার মাধ্যমিক শিা অফিসার আব্দুর রহিম খান, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার, মতলব ডিগ্রি কলেজের অধ্য আব্দুস সামাদ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্য মোঃ শফিকুল ইসলাম, মতলবগঞ্জ জে.বি. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক বোরহান উদ্দিন খান, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোঃ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, উপাদী দণি ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা মতলব প্রেসকাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুধীজন। মতলব নিউ হোস্টেল মাঠে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঃ মতলব ডিগ্রি কলেজ, মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ, মতলবগঞ্জ জে.বি. পাইলট উচ্চ বিদ্যালয়, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মতলব দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, লিটল স্কলার্স একাডেমী, অপরদিকে ৪৪টি শিা প্রতিষ্ঠানে ৪৪জন কর্মকর্তা একই সময়ে ছাত্র-ছাত্রীদেরকে এ শপথবাক্য পাঠ করান।