হাজীগঞ্জে বসতঘর আগুনে পুড়ে ছাই
হাজীগঞ্জ গন্ধব্যপুর মিয়াজী বাড়ীর বসতঘর ও রান্না ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া কিছু অংশ।
হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের গন্ধব্যপুর মিয়াজী বাড়ির আবদুর রবের ছেলে আকতার হোসেন (৩৫)-এর বসতঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত পৌনে ৯টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
প্রত্যদর্শী সুত্রে জানা যায়, আগুন নেভাতে গিয়ে কমপে ৫ জন আহত হয়েছে। অগ্নিকা-ে ঘরে থাকা জমির দলিল ও নগদ ১৮ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ বিভিন্ন আসপাবপত্র পুড়ে প্রায় তিন ল টাকা তি হয়েছে। তিগ্রস্ত আকতার হোসেন জানান, রাতে সে বাড়িতে ছিলনা। পরিবারের অন্যান্যরা পাশের ঘরে কথা বলছিল। হঠাৎ ঘরে আগুন দেখতে পায়। তারপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বসত ঘর ও রান্নাঘরটি ভুষ্মিভুত হয়। বাড়ির কাছে যাতায়াত ব্যবস্থা না থাকায় শাহরাস্তি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহম্মদ হিরা জানান, আগুন লাগার সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে আগুন নেভানোর কাজ করি। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিগ্রস্ত পরিবারের প্রায় তিন লাখ টাকার তি হয়েছে।