মানিক দাস, চাঁদপুর ॥ চাঁদপুর শহরের পুরান বাজার জাফরাবাদ এলাকায় সাবেক চেয়ারম্যান আকবর খানের বাড়ীর সামনের রাস্তার উপর ২৪ ফেব্র“য়ারী সোমবার রাত সাড়ে ৯ টায় দুবৃত্তদের ছোড়া ককটেল বিষ্ফোরনে দুই জন ঔষুধ কোম্পানীর প্রতিনিধি গুরুতর আহত হয়েছে। এ ককটেল নিক্ষেপের ঘটনায় চিহ্নিত ১২ জন সহ অজ্ঞাত ১৫ জন মোট ২৭ জনের বিরুদ্ধে বিষ্পোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। মামলা নং ৪৬, তারিখ ২৪ ফেব্র“য়ারী ২০১৫। এ ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে পুলিশ পূর্বে ১ জনকে আটক করেছিলো। গত সোমবার দুপুরে পুরান বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলার এজহার নামিয় ৭নং আসামী পুরান বাজার পশ্চিম জাফরাবাদের খান বাড়ীর মিজানুর রহমান খানের ছেলে আমিনুল ইসলাম খান সজিব (২৪) কে আটক করেছে। এসআই মাহাবুবুর রহমান মোল্লা জানান, এরা প্রায় সময় হরতাল অবরোধ চলাকালে পুরান বাজারসহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটিয়ে থাকে। ঔষুধ কোম্পানীর কাভার ভ্যান পুরান বাজার জাফরাবাদ এলাকা দিয়ে চাঁদপুরে আসার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুবৃত্তরা ঔষুধ কোম্পানী রেনেটার গাড়ীটিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিষ্পোরন ঘটায়। দুবৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে সাথে সাথেই পালিয়ে যায়। গাড়ীতে থাকা গাড়ী চালক আনিসুর রহমান (৩৮) ও কোম্পানির এসআর ফখরুল (৩৫) গুরুতর আহত হয়।