চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ চাঁদপুর আদালত প্রাঙ্গন ও সরকারি জেনারেল হাসপাতালে প্রকাশ্যে ধূমপানের দায়ে ১০ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া জেরিন এ অভিযান পরিচালনা করেন। এসময় প্রকাশ্যে ধূমপানের দায়ে ১০ জনের কাছ থেকে ১২শ’ ৫০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।