চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ চাঁদপুর শহরের খুলিসাডুলি এলাকার সরকারি বাকশ্রবন প্রতিবন্ধী ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। গত ২ মার্চ সোমবার দুপুরে জেলা সমাজসেবা অধিদপ্তর আওতাধীন এ দুটি প্রতিষ্ঠানের প্রায় ২শ’ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচারক ও সরকারি শিশু পরিবারের তত্তাবধায়ক ফেরদৌসী বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু পরিবারের সহকারী তত্তাবধায়ক আঃ লতিফ, শিক্ষক শহিদুল ইসলাম, সোমা বেগম, রহিমা বেগম, সরকারি বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, মহিউদ্দিন, শমীর চন্দ্র দাস, শফিউল আলম, বাবুল হোসেন।