জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কচুয়ায় বাল্য বিয়ে দেয়া চেষ্টার অভিযোগে কনের বাবাকে ৩দিনের জেল, চাচাতো ভাই, বরের ভগ্নিপতি ও খালাতো ভাইয়ের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার বিকেলে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়া আহমেদ সুমন এ রায় প্রদান করেন।
জানা গেছে, উপজেলার কহলথুরী গ্রামের হারুন অর রশীদের কন্যা চাপাতলী ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী ঝর্ণা আক্তার (১৪)কে একই উপজেলার শ্রীরামপুর গ্রামের সদ্য প্রবাশ ফেরৎ জনৈক যুবকের সাথে বিয়ের আয়োজন করে। খবর পেয়ে কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন ঘটনার স্থলে গিয়ে কনের পিতা হারুন অর রশীদ, কনের চাচাত ভাই জাকির হোসেন ও বরের ভগ্নীপতি শাহআলম এবং তার খালাত ভাই জাহাঙ্গীর আলম বাল্য বিয়ের সহযোগিতা করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিয়ে নিরোধ বিভিন্ন আইনে কনের পিতার জেল ও প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।