জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥ কচুয়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিকদল, শিক্ষ প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪৪তম ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রথম প্রহরে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুভসূচনা হয়। পরে একে একে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। সকাল ৯টায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, বিডিপি, বয়স্কাউট ও গালর্স গাইডের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উক্তবিদ্যালয় মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হায়দার আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার হাজী জাবের মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কচুয়া শাখার সভাপতি খোরশেদ আলম খোকন প্রমুখ।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, সাচার ডিগ্রি কলেজ, পালাখাল রোন্তম আলী ডিগ্রি কলেজ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, রহিমানগর ডিগ্রি কলেজ, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়, মাঝিগাছ এমএম উচ্চ বিদ্যালয়, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়, মনোহরপুর উচ্চ বিদ্যালয়, আইনগিরী উচ্চ বিদ্যালয়, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়, পালাখাল উচ্চ বিদ্যালয়, কচুয়া ক্যামব্রিয়ান স্কুল, পূর্ব কালচোঁ জিএ দাখিল মাদ্রাসা, পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসা, সানরাইজ কিন্ডারগার্টেন ও বিতারা আদর্শ কিন্ডারগার্টেন অনুরূপ কর্মসূচি পালন করে।