আমার কণ্ঠ রিপোর্ট :ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার জেএমসেনগুপ্ত রোডস্থ সমবায় ব্যাংক ভবনের ২য় তলায় কোয়াবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি থেকে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক রেজোয়ানুল নাহিদ, সহ-সভাপতি দীপক সাহা, যুগ্ম-সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদ জামান টিপু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান হারুন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আলী হোসেন, সদস্য বিমল চন্দ্র দাস , আব্দুল কাদের, বিপ্লব সাহা, গোলাম কাদের মুকুল প্রমুখ।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জেলার সকল ক্যাবল অপারেটর তথা ব্যবসায়ীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং জেলার সকল ক্যাবল অপারেটরদের সদস্য পদ গ্রহন করার আহবান জানান। কোয়াব-এর স্বার্থ সংরক্ষণে তারা আন্তরিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।