সড়ক দুর্ঘটনায় জাপা প্রেসিডিয়াম সদস্যের নিহত ছেলের কুলখানি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় ঢাকার মেরুল বাড্ডায় গত ২ নভেম্বর বিকেলে নিহত ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় সেমিষ্টারের ছাত্র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম এর ছোট ছেলে শাহ মোঃ সাদী মোরশেদের চেহলাম শুক্রবার বাদ জুম্মা শহরের তালতলাস্থ পৈত্রিক বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কোরানখানি, কবর জিয়ারত, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। এতে মরহুমের আতœীয়-স্বজনরা ছাড়াও পাড়া-প্রতিবেশি, এলাকার লোকজন এবং রাজনীতিবিদসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। সাদী মোরশেদ একজন মেধাবী ছাত্র ছিল। তাকে বহনকারি হোন্ডাটিকে ফাল্গুনি পরিবহনের একটি বাস চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হলেও আজ পর্যন্ত পুলিশ বাসের ঘাতক চালককে গ্রেফতার করতে পারে নি। সাদী ঢাকার উত্তর কমলাপুরে তার বাবা-মায়ের সাথে বসবাস করতো। ঘটনার দিন সে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শেষ করে নিজের হোন্ডাযোগে বাসায় ফিরছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২০ বছর। তার মায়ের নাম সবুরা খাতুন। তিনি তিতাস গ্রাস কোম্পানীর কর্মকর্তা। সে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম এর ভাতিজা।