প্রেস বিজ্ঞপ্তিঃ চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারী মোঃ বাদশা হাওলাদরকে সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে শহর যুবদল। শহর যুবদলের আহ্বায়ক আঃ কাদির বেপারী ও যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহাজালাল শেখের স্বাক্ষরিত এক পত্রে তাকে গত ২৫ মার্চ থেকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দলের সিদ্ধান্ত অমাণ্য করে বিভিন্ন কার্যক্রমে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় শহর যুবদলের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই ওয়ার্ডের দ্বীন ইসলাম বেপারীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।