মানিক দাস, চাঁদপুর ॥
চাঁদপুর জেলা পুলিশে কনষ্টেবল পদে ১শ’৮১ টি পদের বিপরীতে প্রায় সাড়ে ৩ হাজার প্রার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করেছে। শনিবার সকাল ন’টা থেকে স্থানীয় পুলিশ লাইন মাঠে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রাথমিক স্বাস্থ্য ও ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করবে। চুড়ান্তভাবে নির্বাচিতরা প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবে।
১শ’ ৮১ টি পদের মধ্যে মহিলা কনষ্টেবল পদে ২৭ জন নিয়োগ দেয়া হবে। মোট পদের ৬০ ভাগ মুক্তিযোদ্ধা, পুলিশের পোষ্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উপজাতি ও এতিমদের কোটায় নিয়োগ দেয়া হবে। বাকি ৪০ ভাগ পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে লোক নিয়োগ দেবার কথা থাকলেও মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, আমলা, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ প্রভাবশালীদেরই সরাসরি তদ্বির রয়েছে প্রায় আড়াই হাজার প্রার্থীর জন্য। অর্থাৎ নিয়ম অনুযায়ি ১৮১ টি পদের বিপরীতে ১০৮ জনকে কোটার ভিত্তিতে এবং ৭৩ জনকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলের ভিত্তিকে নিয়োগ দেবার কথা। এ অবস্থায় নিয়োগ পক্রিয়ার সাথে সংশ্লিষ্টরা পড়েছেন চরম বিপাকে। অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোন পুলিশ কর্মকর্তাই।
এদিকে হরতাল-অবরোধকে পাশ কাটিয়ে ভোর হতে না হতেই প্রার্থী ও তাদের অভিভাবকরা চাঁদপুর পুলিশ লাইনে এসে জড়ো হতে থাকে। তবে শুধু প্রার্থীদের ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। প্রার্থীরা ভেতরে নির্বাচনী পরীক্ষার কাজে ব্যস্থ থাকলেও সরকারি চাকুরি নামের সোনার হরিন ধরার জন্য উদ্বিগ্ন অভিভাবকদের চাঁদপু-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক এবং এর আশপাশের এলাকায় অবস্থান করতে দেখা গেছে। মানুষের ভিড়ে চাঁদপুর পুলিশ লাইনের সামনে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।