মোঃ কামাল হোসেন
হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে দিন ব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন মজুমদার (পরান), জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর হাজীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দিন ব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক। দিন ব্যাপী অনুষ্ঠামালায় ছিলো যুব কার্যক্রমে সংগঠনের ভূমিকার উপর আলোক পাঠ করেন আদর্শ পাঠাগার ও সমাজ কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুব নেতৃত্ব ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যুব ও যুবমহিলাদের করণীয় বিষয়ে আলোচনা করেন, দক্ষিন বলাখাল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি হবিবুর রহমান। সফল আত্মকর্মীদের মধ্য থেকে ২ জনকে যুব প্রশিক্ষণ এবং ঋণ গ্রহণের মাধ্যমে সফল হওয়ার আত্মকাহিনী শুনান। এ কর্মশালার মাধ্যমে উদ্যোক্তা যুবদের কিভাবে সফল ও উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার উপায় বা কৌশল এবং বেকারত্ব নিরসনে যুব প্রশিক্ষনের গুরুত্ব পূর্ণ বক্তব্য বক্তারা তুলে ধরেন। দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা এবং সফল আত্মকর্মী হওয়ার ক্ষেত্রে যুুব ঋণের গুরুত্ব তুলে ধরেন। এসময়ে শতাধিক যুব ও যুবমহিলা উপস্থিত ছিলো।