নিজস্ব প্রতিনিধি ॥
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধ নিবেদন করেছেন হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। রাত ১২.০১ মিনিটে বিএনপি নেতৃবৃন্দ পূর্ব বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।
পুস্পমাল্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ড.আলমগীর কবির পাটওয়ারী, যুগ্ম আহবায়ক মো. আবুল কাশেম কমিশনার, শহর বিএনপির যুগ্ম আহবায়ক আ.লতিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মৃধা, শহর যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস’সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করেন।