সরকার অচিরেই হাজীগঞ্জকে মডেল উপজেলা ঘোষণা করবে। আর সে ল্েয কাজ চলছে। উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ সে সকল কাজ করছেন তা বাস্তবায়ন হলে অবশ্যই জেলার মধ্যে হাজীগঞ্জ একটি মডেল উপজেলায় রূপান্তর হবে। সে ল্েয বেশ কটি বিষয় নিয়ে হাজীগঞ্জে পাইলট প্রকল্প শুরু হয়েছে, তা নিয়ে আমাদের কর্মকর্তাগণ কাজ করছেন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা যে পাইলট প্রকল্প হাতে নিয়ে কাজ করছেন এটা বাস্তবায়ন হলে অবশ্যই হাজীগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে সারাদেশে খ্যাতি অর্জন করবে। আবার জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল স্যারের নির্দেশে গৃহহীনদের ঘর প্রদানের জন্যে উপজেলা প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। হাজীগঞ্জে ‘আলোকিত কিশোর-কিশোরী’ গঠনে কিশোর-কিশোরী নিয়ে সচেতনমূলক ইনোভেশন কার্যক্রম গ্রামভিত্তিক বেইজ লাইন সার্ভের তথ্য উপাত্ত ও শিা প্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রমের উপর ডেসিমিনেশন সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই।
বৃহস্পতিবার উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে আয়োজিত এ ডেসিমিনেশন কার্যক্রমে আলোকিত কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে মোহাম্মদ আব্দুল হাই বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহের কাছে কোনো শিার্থী আত্মসমর্পন করবে না। এ েেত্র প্রতিবাদ, প্রতিরোধ করতে হবে। কোনো অবস্থাতেই বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ইভটিজিংয়ের শিকার হওয়া যাবে না। তিনি বলেন, শুধু মেয়েরাই বাল্যবিবাহের শিকার হচ্ছে না, বহু ছেলেও আজকাল বাল্যবিবাহের শিকার হচ্ছে। এক কথায় মেয়েদের ১৮ আর ছেলেদের ২১ বছরের আগে বিয়ে আইনত নিষিদ্ধ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী আলোকিত শিার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরো বলেন, কারো উপর নির্ভর নয়, তোমাদের আত্মনির্ভরশীল হতে হবে। আর আত্মনির্ভরশীল হতে হলে অবশ্যই পড়ালেখা করতে হবে। সে সাথে সৃজনশীল হতে হবে। নিজের উপর আত্মবিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে। সকল শিার্থীকে তথ্য-প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আজকের শিার্থী আগামী দিনের যুবক। এই যুবকরাই ৪১ সালের ভিশন বাস্তবায়নে কাজ করবে। তাই নিজেদের প্রস্তুত করে নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সভাপ্রধানে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের জেলা উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ মোজাম্মেল হক মজুমদার পরান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার আলী, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, সফিকুল ইসলাম মীর ও রফিকুল ইসলাম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্য মোঃ আবু বকর, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক জোৎস্না বেগম, হাজীগঞ্জ প্রেসকাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোঃ মহিউদ্দিন ও গীতা পাঠ করেন সাথী নাগ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সকলের নিজস্ব বেতনের অংশ থেকে সংগৃহীত অর্থের আয়োজনে করা এ ইনোভেশন প্রোগ্রামের ডেসিমিনেশন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শেখ ছাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা শাহ আলী রেজা আশ্রাফী, থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী মাধ্যমিক শিা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হাদী, গিয়াস উদ্দিন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, শতাধিক আলোকিত কিশোর-কিশোরী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত কর্মকর্তা ও পরিদর্শকগণ।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ৪টি শিা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে শিার্থীদের প্রাথমিক মূল্যায়ন পরীা অনুষ্ঠিত হয়। পরীা পরবর্তী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ট্রেনিং, তারপর চূড়ান্ত মূল্যায়ন পরীার মাধ্যমে এবং মেধার ভিত্তিতে ‘আলোকিত কিশোর-কিশোরী’ গঠন করা হয়। এই আলোকিত কিশোর-কিশোরীদের নিবিড় প্রশিণ শেষে তাদের স্ব-স্ব এলাকার কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রজননতন্ত্রের সংক্রমণ, বাল্যবিবাহ, কিশোর মাতৃত্বের কুফল, খাদ্য ও পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা এবং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের কুফল সম্পর্কে নিজেরা সচেতন বৃদ্ধিতে কাজ করে যাবে।