চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ চাঁদপুর শহরের পূর্ব জাফরাবাদ এলাকায় সিএনজি স্কুটার ও মটর সাইকেলের মুখমুখি সংঘর্ষে ২জন আহতের খবর পাওয়া গেছে। আহতরা হলেন মটর সাইকেল আরোহী- জুয়েল (২৮) ও সাইফুল (১৮)। আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায় গত বৃহস্পতিবার দুপুরে মটর সাইকেল যোগে জুয়েল হাইমচরে রওনা করে। বিপরীতদিক থেকে আসা সিএনজি স্কুটারটির সাথে সংঘর্ষ ঘটে। এতে মটর সাইকেলে থাকা আরোহীরা আহত হন। পরে স্থানীয়না আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।