সারাদেশের শিক্ষকদের ফ্রি অনলাইন ক্লাসের প্রশিক্ষণ দেবে যৌথভাবে কোডার্সট্রাস্ট বাংলাদেশ ও দৈনিক শিক্ষাডটকম। করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষাব্যবস্থা সচল রাখতে অনলাইন ক্লাসের বিকল্প নেই। কিন্তু নিজ নিজ বাড়িতে বসে অনলাইনে ক্লাস নিতে গিয়ে আমাদের শিক্ষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের এই সমস্যাগুলোর সহজ সমধান দিতে দু’দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের অংশ নিতে প্রায় ১০ হাজার শিক্ষক নিবন্ধন করেছেন। আগামীকাল শনিবার (২০ জুন) বিকাল ৩টায় এ প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বিকেল ৩টায় প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নিবন্ধিত সব শিক্ষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিদিন তিনটি করে ক্লাস হবে, প্রতি ক্লাসে ৫০ জন করে। যারা আগে নিবন্ধন করেছেন তারা আগে প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণের সময়সূচি টেলিফোন ও ইমেইল করে শিক্ষকদের জানিয়ে দেয়া হবে।
প্রশিক্ষণ ক্লাসগুলো দৈনিক শিক্ষার ফেসবুক পেজে প্রচার করা হবে। ক্লাসগুলো দেখতে দৈনিক শিক্ষার আসল ফেসবুক পেজে লাইক দিন
শুক্রবার (১৯ জুন) দৈনিক শিক্ষা লাইভে এ ঘোষণা দেন দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক ও এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান খান।
জানা গেছে, অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন দৈনিক শিক্ষাডটকমের প্রধান উপদেষ্টা ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, কোডার্সট্রাস্টের সিইও ও কো-ফাউন্ডার আজিজ আহামদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিমসহ অনেকে।
জানা গেছে, অনলাইনে শিক্ষকদের দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মোট সময় হবে ৬ ঘণ্টা। কীভাবে ঘরে বসে অনলাইনে ক্লাস নেয়া যায়, অনলাইনে ক্লাস নেয়ার জন্য সহযোগী বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার, কীভাবে অনলাইনে শিক্ষার্থীদের উপস্থিতি নিতে হয়, বিভিন্ন ডকুমেন্ট বা শিট ছাত্র-ছাত্রীদের সঙ্গে শেয়ার করা ইত্যাদি বিষয়ে শিক্ষকদের জানানো হবে প্রশিক্ষণে।
প্রায় ১০ হাজার শিক্ষক প্রশিক্ষণে অংশ নিতে নিবন্ধন করেছেন। আগামীকাল শনিবার বিকেলে প্রথম ক্লাস শুরু হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আজ,
শনিবার , ১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দদুপুর ১২:৪২
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।