চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। এসময় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সিদ্বান্ত গৃহীত হয়। ১১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হাসান আলী স্কুল মাঠ, নতুন বাজার পোষ্ট অফিসের সামনে, মধূসুধন স্কুল মাঠ, ওয়ারলেছ মোড়, বাবুরহাট ও বাগাদী চৌরাস্তায় বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযোদ্ধা বিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শনি করা হবে। ২৪ মার্চ শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রণের নিমিত্তে মহড়া অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্তকরণ। ২৫ শে মার্চ ও ২৬ শে মার্চ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে আলোকসজ্জা করতে হবে। শিশু কিশোরদের উপস্থিত বক্তব্য, আবৃত্তি, দেশাত্ববোধক গান ও চিত্রাংকন প্রাতিযোগীতার আয়োজন করা হবে। ২৫ শে মার্চ রাত ১২টা ১ মিনিটে মুক্তিযোদ্ধের অঙ্গিকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৪৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা হবে। পরে শহীদদের স্মরণে অঙ্গিকারে পুষ্পাস্তবক অর্পন করা হবে। ২৬ শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও চাঁদপুর থেকে প্রকাশিত সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় বিশেষ ক্রোর পত্র প্রকাশের জন্য অনুরোধ জানানো হয়। সকাল ৮টায় স্টেডিয়ামে জাতীয় পতাকার উত্তোলন। পরে পুলিশ, আনচার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, রোভার স্কাউটস, স্কাউটস, গার্লস গাইড ও কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, শারীরিক চর্চা ও ডিসপ্লে প্রদর্শনি। বেলা ১১ টায় সার্কিট হাউজে জেলা, সদরের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। একই সময় সকল সিনেমা হলে বিনামূল্যে ছাত্র-ছাত্রীতের মুক্তিযোদ্ধ ভিত্তি চলচিত্র প্রদর্শন। বাদ জোহর জাতির শান্তি, অগ্রগতি ও শহীদের আত্মার মাগফেরাত কামনায় ৪টি মসজিদে বিশেষ দোয়া। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধা জনক সময়ে বিশেষ প্রার্থনা করা হবে। দুপুর ১ টায় হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবার ও মূক বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করতে হবে। বিকেল ৩ টায় ভলিবল প্রতিযোগীতা ও ৪টায় স্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম পৌরসভা প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ। সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলার আয়োজনে মুক্তিযোদ্ধ ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান স্বাধীনতার দিবস ২৬ মার্চ উদ্যাপন করা হবে। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা ভিত্তিক আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করতে হবে।
জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন আরো বলেন, জাতীয় পতাকা উত্তোলনে বিভিন্ন প্রতিষ্ঠান মনে করেন, পতাকা উত্তোলন করতে পারলেই যেন কাজ শেষ বিষয়টি তা না। বিষয়টি চেতনার বিষয়। এছাড়াও মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে সকলের সহযোগীতা ও উপস্থিত কামনা করেন তিনি।
সভায় বিগত বছরের কার্যবিবরণী পাঠন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্যাহ নূরীর। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন রথীন্দ্র নাথ মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী প্রমুখ।