মোহাম্মদ হাবীব উল্যাহ্ ঃ
হাজীগঞ্জ এই প্রথম বিশাল স্পেস ও সুপরিসরে ব্রাদাস ফার্নিসার শোরোম রবিবার হাজীগঞ্জ পূর্ববাজার টোরাগড় (মনির পেট্টোল পাম্পের দক্ষিন পাশে) শেলি কটেজে বাদ আছর মিলাদ মাহফিলের মাধ্যমে ও বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ব্রাদাস ফার্নিসারের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সর্দার, হাজীগঞ্জ উপজেলা নিবার্হি অফিসার শেখ মুর্শিদুল ইসলাম, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আহসান হাবিব অরুণ, ব্রাদাস ফার্নিসারের সহকারি ম্যানেজার (মার্কেটিং এন্ড সেল্স) মনিরুল ইসলাম বখশি, পরিবেশক কামরুল ইসলাম হিরন ও শামছুন্নাহার শেলি, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক ও ইসলামিক ষ্টাডিজের বিভাগীয় প্রধাণ মোঃ মফিজুল ইসলাম, মনতলা
হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদসহ সমাজের গন্যমান্য, ব্যবসায়ী, বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।
উলেখ্য উদ্বোধন উপলক্ষে ৫এপ্রিল-১৫মে পর্যন্ত যে কোন পন্য ক্রয়ে থাকছে ১৫ভাগ পর্যন্ত নগদ ছাড়।