ফরিদগঞ্জ পৌরবাজার থেকে ৪ মহিলা ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরবাজার সিএনজি করে রুমা বেগমকে ছিনতাইকারী নিয়ে যাওয়ার সময় চিৎকার করলে আশপাশের লোকজন তাদেরকে আটক করতে সম হয়। তারা হলেন ঃ শাহানারা আক্তার (২৫), স্বামী শিপন, আমেনা আক্তার (৪০), স্বামী মনির হোসেন, রুনা আক্তার (৩০) স্বামী খোরশেদ আলম ও পারভিন আক্তার (৪০), সাং ডরমন্ডল, থানা নাছিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানান, পার্শ্ববর্তী জেলা থেকে এ সকল মহিলারা বিভিন্ন ছদ্মবেশে এসে সাধারন মহিলাদেরকে নেশা করিয়ে তাদের কাছে থাকা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সহ জিনিস নিয়ে পলিয়ে যায়।