ফরিদগঞ্জ ব্যুরো:
ফরিদগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রাত ১২টা এক মিনিটে ৩১বার তোপধ্বনীর পর ফরিদগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার ও ইউএনও জয়নাল আবদিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল্লা তপদারের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সম্পাদক নুরুন্নবী নোমানের নেতৃত্বে ফরিদগঞ্জ প্রেসক্লাব, জাতীয় পাটি, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, বাসদ, বাসদ (মার্কসবাদী), উপজেলা ছাত্রলীগ প্রমুখ। সকালে ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ে কুচকাওয়াজ , শারীরিক কসরত ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন অংশ গ্রহন করে। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও জয়নাল আবদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্যা তপাদার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, রিনা নাসরিন প্রমুখ। সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের হাতে আঁকা মুক্তিযুদ্ধের চিত্র প্রদশর্ণী ও বিজ্ঞান মেলার এবং স্বাধীনতা দিবস উপলক্ষে সাহিত্য ম্যাগাজিন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ইউএনও জয়নাল আবদিন, উপজেলা আওয়ামলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী প্রমুখ।