চৌধুরী ইয়াসিন ইকরাম,
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে জামাত শিবিরের ছোড়া পেট্রল বোমা হামলায় গুরুতর অগ্নিদগ্ধ ৩ জনকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে দাউদকান্দি চিরার চর এলাকায় গোয়ালমারি বাজার এলাকায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দু’টি অ্যাম্বুলেন্সসহ ৭টি মাইক্রো ডাকাতের কবলে পড়ে। ডাকাতদল অস্ত্র দেখিয়ে অ্যাম্বুলেন্স চালক মনির, মফিজ ও তার সহযোগী মাহবুব, স্বপনের ৪টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুরের মতলব উত্তর হয়ে অ্যাম্বুলেন্সসহ ৭টি মাইক্রোবাস চিরারচর এলাকা অতিক্রম করে গোয়ালমারি বাজার এলাকায় গেলে ডাকাতদল রাস্তার মাঝখানে ১ টি মাইক্রো রেখে গাড়িগুলোর গতিরোধ করে। অ্যাম্বুলেন্সের শব্দ শুনে ডাকাতরা প্রথমে একে পুলিশের গাড়ি মনে করে পালিয়ে গেলেও পরবর্তীতে তারা বুঝতে পেরে অস্ত্র-সস্ত্রসহ গাড়িতে হামলা চালায়। এ সময় ডাকাতদল প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অ্যাম্বুলেন্স দু’টিতে ডাকাতরা ডাকাতি করতে এসে অগ্নিদগ্ধ ৩ জনকে উঠিয়ে তল্লাশি চালিয়ে চালক ও সহযোগীদের মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। অবশেষে অগ্নিদগ্ধ খোরশেদ, রুবেল ও শরীফকে ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করানো হয়।
জানা যায়, হরতাল ও অবরোধকে পুঁজি করে একটি ডাকাত চক্র কিছুদিন পর পর চিরারচর থেকে শুরু করে দাউদকান্দি এলাকার মাঝখানে থেকে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে। দাউদকান্দি থানা পুলিশ ডাকাতির ঘটনা জানতে পেরেও তারা কোন ধরণের ব্যবস্থা গ্রহণ না করায় কিছু দিন পর পর এ সব ডাকাতির ঘটনা ঘটেই যাচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ।