ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদী গাজী বাড়ির কুয়েত প্রবাসী নাছির গাজীর স্ত্রী এক সন্তানের জননী রুজবিন আক্তার রুবি স্বামীর টাকা পয়সা, সোনা গহনা নিয়ে পরকীয়ার টানে উধাও হওয়ার খবর পাওয়া গেছে। প্রবাসী নাছির গাজীর পরিবারের লোকজন জানায়, ২০০৪ সালে একই ইউনিয়নের চান্দ্রা বাজার সংলগ্ন খাড়খাদিয়া রাঢ়ী বাড়ির বশির উল্লা গাজীর মেয়ে রুজবিন আক্তার রুবির সাথে উভয় পক্ষের পছন্দমতে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। প্রবাসী স্বামী নাছির গাজী স্ত্রীকে অতিবিশ্বাস ও ভালবেসে স্ত্রীর নামে একাউন্ট করে জীবনের উপার্জিত ১৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ, চান্দ্রা বাজারের কাছে স্ত্রীর নামে ৬ শতাংশ ভূমি ক্রয় করে দেন। বিগত কয়েক বছর পূর্বে ছেলেকে স্কুলে পড়ার নাম করে চান্দ্রা বাজারে একটি বাসা ভাড়া করে স্ত্রী রুবি ছেলেসহ বসবাস শুরু করে। এতে স্বামীর অনুপস্থিতে স্ত্রী রুবি একাধিক ব্যক্তির সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে। এ নিয়ে একাধিকবার তার কুকর্মের জন্য শালিশ বৈঠক বসে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বাবলু পাটওয়ারী, বাগাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইউপি মেম্বার রসিদ কাজী, ইউসুফ শেখ, মোহাম্মদ আলী ও সুমন মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, স্ত্রী রুবি নিজেকে আর অপরাধে না জড়িয়ে স্বামীর সংসার ঠিকমত করবে। কিন্তু সে কোন কিছুরই তোয়াক্কা না করে সম্প্রতি ভাড়া বাসা থেকে উধাও হয়ে গিয়ে নিজের ইচ্ছামত আত্মগোপন করে স্বামীকে তালাকনামা পাঠায়। এদিকে স্বামী নাছির গাজী স্ত্রী ও সন্তান এবং জীবনের উপার্জিত সকল সম্পদ হারিয়ে পাগলের ন্যায় অসহায় অবস্থায় জীবন-যাপন করছে বলে জানা যায়। এ ব্যাপারে নাছির গাজীর পরিবারবর্গ মামলার প্রস্তুতি নিচ্ছেন।