মোহাম্মদ হাবীব উল্যাহ: “জ্বলছে আলো চলছে দেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”,এই শ্লোগান নিয়ে তৃতীয় জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ও চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশ’১৪ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয়ে শুভ উদ্বোধন করা হয়। জ্বালানী ও বিদ্যুৎ উপদেষ্টা ড.তৌফিক-ই-এলাহী চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনের সাথে টেলিভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সমাবেশের শুভ উদ্বোধন করেন। জ্বালানী ও বিদ্যুৎ উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী বলেন, আমাদের বিদ্যুৎ অপচয় রোধে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং বাংলাদেশ স্কাউট ও রোভার স্কাউটকে সম্পৃক্ত করে এই কর্মসূচী সকলের দৌড় দোড়ায় পৌছে দিতে হবে। উক্ত ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন জ্বালানী ও বিদ্যুৎ উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহীকে আস্বস্ত করেন আপনার দিক নিদের্শনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। এ দিকে তৌফিক এলাহী স্কাউট ও রোভার স্কাউট সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। হাজীগঞ্জ পাইলট হাইস্কুলের স্কাউট সদস্য আরিফ বিল্লার এক প্রশ্নের জবাবে বলেন, বিদ্যুৎ ক্যাম্পের যে উদ্যোগ তা সফল হলে ইনশাল্লাহ আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাব বলে আশা করি। বাকিলা উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্য ইভতিধা জাহানের এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশের সকল স্কুল কলেজের ক্লাসের সময় সূচী অনুযায়ী বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপস্থিত নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্য নুসরাত জাহানের এক প্রশ্নের জবাবে ড.তৌফিক-ই-এলাহী বলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে বলে আস্বস্ত করে উক্ত ভিডিও কনফারেন্স সমাপ্ত ঘোষনা করেন। ভিডিও কনফারেন্স উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আঃ রশিদ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম, এএসপি সার্কেল আবু হানিফ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি হারুন আল মানছুর কাঞ্চন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাইন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, স্কাউট কুমিল্লা অঞ্চলের আরডি মমতাজ আলী, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহেরসহ সরকারি প্রদস্ত কর্মকর্তা ও বিদ্যুৎ সংশ্লিষ্ট বিভিন্ন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট সদস্য ও রোভার স্কাউট সদস্য প্রমূখ।