এম আর ইসণাম বাবু ্॥
১৫ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শুক্রবার বিকেলে চাঁদপুর ষ্টেডিয়ামে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যাবধানে হারিয়েছে ফাইনালের টিকিট লাভ করলো ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। খেলার পুরো সময়জুড়ে উভয় দলের খেলোয়াড়রা গোল মিসের মহোরা হিয়েছে। শুরু থেকেই অগুছালো খেলা উপহার দিয়েছে তারা। তারা মাঝ মাঠে ভালো খেললেও চূড়ান্ত সময়ে এসে লক্ষ্যভ্রষ্টভাবে বল মেরে গোল বঞ্চিত রাখে দলকে। ফরোয়ার্ডরা দৃষ্টিকটুভাবে গোল মিস না করলে উভয় দলই গোল পেলেও পেতে পারতো। খেলা নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে ড্র হলে রেফারী টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়। টাইব্রেকারে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যাবধানে হারায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। আর এ জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল খেলা নিশ্চত করলো ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা হলো : হোসেন, স্বপন, রিপন, বকুল, জনি, এলিন্ডা, কেস্টা, এডনেস, ডানিয়েল্প, সুফিয়ান ও রক্সি। কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা হলো : মাসুম, মোহাম্মদ উল্লাহ সুমন, সাহাদাত, এমরান, লিটন হোসেন, মো. ইউসুফ, সাইফুল, মোহাম্মদ আলী, নিক, সিকো ও টনি।
এসময় খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, কচুয়া উপজেলা নির্বাহী মো. জিয়া আহমেদ সুমন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ সরকার ও সাধারণ সম্পাদক নূরুন্নবী নোমান।
টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল আজ বিকাল ৩টায় একই মাঠে মুখোমুখি হবে সদর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০১৪ আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধনের পর টানা ৪ দিনের মধ্যে গ্রুপ পর্যায়ের খেলা শেষ হয়। কিন্তু গত ৭ ও ৯ জানুয়ারী ২০১৫ সেমিফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৫ জানুয়ারীকে গিরে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারনে অংশগ্রহনকারি দলগুলো খেলায় অংশ নিতে অপারগতা প্রকাশ করে। যে কারনে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা খেলাগুলো আয়োজন করতে পারেনি। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় খেলাগুলো সমাপ্ত করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।