চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে জামাত-শিবিরের ছোড়া পেট্রল বোমা নিক্ষেপে মালবাহি ট্রাকে অগ্নিদগ্ধ অবস্থায় চালক জাহাঙ্গীর নিহত হওয়ার ঘটনায় বিএনপি ও জামাতের ৬২ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মডেল থানার এসআই হামিদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করে।
পুলিশ সূত্রে জানা যায়, চান্দ্রায় চেয়ারম্যান রোড বেড়ি বাঁধের উপর জামাত-শিবিরের কর্মীরা চোরাগুপ্তা হামলা চালিয়ে মালবাহী ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করে। অগ্নিদগ্ধ অবস্থায় চালক জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া ৩ জনকে গুরুতর অবস্থায় প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়। এ ঘটনায় এসআই হামিদুল বাদী হয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩২ জনের নাম উে্ল্েলখ করে ও অজ্ঞাত ৩০ জনসহ ৬২জনকে আসামি করে মামলা দায়ের করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ বালিয়া থেকে মৃত হাজী অলিউল্যার ছেলে সাব্বির আহমেদ (৪০)-কে আটক করা হয়েছে।