স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে এই প্রথম পুলিশ বক্স এর উদ্বোধন হয়েছে। ২৫ ফেব্রুয়ারী বুধবার বিকেলে শহরের শপথ চত্তর মোড়ে এ পুলিশ বক্স উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন উদ্বোধণী বক্তব্যে বলেন, দীর্ঘ ৪০ বছর যাবত এ স্থানটি সম্পূর্ন ভাবে অরক্ষিত ছিলো। তাছাড়া শহরের প্রাণ কেন্দ্র হিসেবে এ এলাকাটি জেলা বাসীর পরিচিত। সকল নাশকতা ও নাশকতা করীদের হামলার শি^কার যাতে সাধারণ রেল যাত্রিরা না হয় সে জন্য রেলওয়ের জায়গায় দিবা-রাত্রি পুলিশি টহল ব্যবস্থা জোরদার রাখতে এ পুলিশ বক্স তৈরি করা হয়েছে। পৌর সভার অর্থায়নে এ পুলিশ বক্সটি নির্মাণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির উদ্দিন আহম্মেদ, পৌর সচিব আবুল কালাম ভূইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কালু, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. অব্দুল কাইয়ুম সহ অতিথিবৃন্দ।