মানিক দাস ॥ দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিনিয়তই চাঁদপুর শহরে দুর্বৃত্তরা পেট্রোল ও হাতবোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের তালতলা বাসস্ট্যান্ডের আমির হোসেন পেট্রোল পাম্পের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা হাতবোমা নিক্ষেপ করে। এ সময় ওই পেট্রোল পাম্পের সামনে অর্ধ শতাধিক সিএনজি স্কুটার ও অন্যান্য যানবাহন গ্যাস ও তেল নেওয়ার জন্য যাত্রীসহ অপেক্ষা করছিলো।
হাত বোমা বিস্ফোরণের ফলে স্পিন্টারের আঘাতে সিএনজি স্কুটারের দু’ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহতরা হলো, মতলব দক্ষিণ উপজেলার কলাদি ঘোষপাড়া এলাকার আবুল হোসেন প্রধানিয়ার ছেলে মোঃ হাসানুজ্জামান প্রধানিয়া (২৮) ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির আমিনুল ইসলাম ভূঁইয়া (৫০)। আহতদের মধ্যে হাসানুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানায়, তারা মতলব দক্ষিণ ও ওয়্যারল্যাছ এলাকা থেকে সিএনজি স্কুটারযোগে চাঁদপুরে প্রবেশ করছিলো। বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে আসলে কে বা কারা বোমা নিক্ষেপ করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক হামিদুল হক ও সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা আহতদের চিকিৎসায় বিষয়ে হাসপাতালে এসে খোঁজ খবর নেন।
বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পথচারীরা শহরের ব্যাংক কলোনী এলাকার জসীম (২০) নামে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। উল্লেখ্য, বুধবার রাত ৮টায় একই ভাবে ইলিশ চত্বর মোড়ে আরো একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছিলো দুর্বৃত্তরা।